বর্ণাঢ্য আয়োজনে সিলেটে বাংলানিউজের বর্ষপূর্তি উদযাপন

42

বর্ণাঢ্য আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হলো দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর ৮ম বর্ষপূর্তি।
রোববার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে নগরীর জিন্দাবাজার কবি নজরুল একাডেমিতে কেক কেটে শুরু হয় বর্ষপূর্তি উদযাপন। সে সময় অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে কবি নজরুল একাডেমি। শুভেচ্ছায় সিক্ত হন বাংলানিউজের কর্মীরা।
এরআগে সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আগত অতিথিবৃন্দকে স্বাগত জানান বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন, স্টাফ ফটো করেসপন্ডেন্ট আবু বকর ও শাবি করেসপন্ডেন্ট সাইফ সায়েম।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়া র‌্যালী ও পরবর্তী কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি গবেষক মুক্তিযোদ্ধা আল মুজাহিদী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, ওয়ার্কার্স পাটির জেলা সভাপতি সিকন্দর আলী, জেলা মুক্তিযোদ্ধা কমা-ার সুব্রত চক্রবর্তী জুয়েল, অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আব্দুল ওয়াহাব, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও সিলটিভি’র সিইও আল আজাদ, চ্যানেল এস বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি শাহ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, দৈনিক শ্যামল সিলেটের সহ সম্পাদক মতিউল বারী খোরশেদ, দৈনিক যুগভেরী’র নির্বাহী সম্পাদক অপূর্ব শর্ম্মা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ও সমকালের স্টাফ রিপোর্টার ফয়সাল আহমদ বাবলু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শংকর দাস, সময় সম্পাদক ও এক্সেলসিওরের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আহমদ চৌধুরী, আমাদের অর্থনীতির ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, সাংবাদিক সুলতান সুমন, শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ, দফতর সম্পাদক জিয়াউল ইসলাম, সদস্য জুনেদ আহমদ।
নিরাপদ সড়ক চাই সিলেটের সভাপতি বাবর লস্কর, কবি মুকুল চৌধুরী, মুক্তিযোদ্ধা মাসুক আহমদ, নিউ নেশনের সিলেট প্রতিনিধি এসএ শফি, এডভোকেট সন্ধ্যা লক্ষী দে, ছাত্রদল নেতা লিটন আহমদ, এম. মখলিছ খান, আনোয়ার হোসেন আব্দুল করিম জোনাক, ফেঞ্চুগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সহ সভাপতি শফিউল আলম। বিজ্ঞপ্তি