কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্ণেল ( অব.) আতাউর রহমান পীর বলেছেন, শুধুমাত্র জিপিএ-৫ নয়, শিক্ষা হোক মূল্যবোধ বিকাশের। শিক্ষার বিষয়টা শুধু পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কিংবা সার্টিফিকেট অর্জন করা নয়। শেখার মধ্য দিয়ে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করা, যেকোনো সমস্যাকে মোকাবেলা করা ও গভীরভাবে বিচার-বিশ্লেষণের ক্ষমতা অর্জন, মানবিকতা, মূল্যবোধ, দেশপ্রেম সবকিছুই শিক্ষার অন্তর্ভুক্ত।
তিনি শনিবার (২২ আগষ্ট) সকালে কানাইঘাট উপজেলার গাছবাড়ি উইমেন্স কলেজ কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। গাছবাড়ী মডার্ণ একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষক আমিনুল ইসলাম ও মাওলানা গিয়াস উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজের অধ্যক্ষ আহমদ সালেহ বিন মালিক, তালবাড়ী জামেয়া ইউসুফিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরীফ আহমদ, গাছবাড়ী মডার্ণ একাডেমীর প্রধান শিক্ষক মাহবুবুল হক,বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, গাছবাড়ী ইউনাইটেড কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক আব্দুল মতিন, গাছবাড়ি মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল মান্নান, আলহেরা দাখিল মাদরাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, গাছবাড়ী পাবলিক স্কুলের প্রধান শিক্ষক লোকমান উদ্দিন, কানাইঘাট সাহিত্য সংসদের সভাপতি কবি সারওয়ার ফারুকী, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার শিক্ষক মাওলানা ফিরোজ বখত, গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সাবেক সভাপতি বজলুর রহমান।
বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, গাছবাড়ি উইমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক শাবলু আহমদ, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন যুব ফোরামের সদস্য সচিব মহি উদ্দিন জাবের।কবিতা আবৃত্তি করেন আব্দুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হোসাইন রাহীন। উপস্থিত ছিলেন প্রভাষক জাকিয়া আক্তার রীমা,মাওলানা রুহে আলম প্রমুখ।
অনুষ্ঠানে কৃতি ছাত্রীদের ক্রেস্ট, কলম,ডায়রি তুলে দেন অতিথিবৃন্দ।