২০২৩ বিশ্বকাপ পর্যন্ত সৌরভকেই বোর্ড প্রধান চান গাভাস্কার

6

স্পোর্টস ডেস্ক :
২০২৩ সালে ভারতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। তত দিন পর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দেখতে চান কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
এই মুহূর্তে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভের মেয়াদ বাড়ানোর জন্য মামলা চলছে সুপ্রিম কোর্টে। ১৭ আগস্ট যার পরবর্তী শুনানি হবে। বোর্ডের নয়া সংবিধান অনুযায়ী, রাজ্য সংস্থা ও বোর্ড মিলিয়ে টানা ছয় বছর পদে থাকার পর বাধ্যতামূলক ভাবে তিন বছরের জন্য কুলিং অফে যেতে হবে। ফলে সৌরভের মতো সচিব জয় শাহকেও সংবিধান অনুসারে সরে যেতে হবে। জয়ের মেয়াদ আবার আগেই ফুরিয়ে গিয়েছে। সৌরভের মেয়াদও ফুরিয়ে আসার মুখে। তাই বোর্ডের শাসনভার নিয়ে সবার নজর আপাতত সুপ্রিম কোর্টের দিকে।
ভারতের মুম্বাইয়ের এক স্থানীয় পত্রিকায় কিংবদন্তি ওপেনার গাভাস্কার লিখেছেন, ‘বোর্ডের মামলার শুনানি পিছিয়ে দেওয়ায় ভারতীয় ক্রিকেটে কাজকর্মে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, দেশের সর্বোচ্চ আদালতে ক্রিকেটের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ মামলা নিশ্চয়ই আছে। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে এই রায়ের দিকে তাকিয়ে আছে। ব্যক্তিগত ভাবে আমি সৌরভ ও তার দলকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত কাজ চালিয়ে যেতে দেখতে চাই। এ বার দেখা যাক আদালতে কী হয়। তবে সৌরভ যে ভাবে অধিনায়ক হিসেবে ভারতীয় দলের উত্তরণ ঘটিয়েছিল অন্ধকারাচ্ছন্ন সময়ে, ফিরিয়ে এনেছিল ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস, তেমনই এবারও বোর্ডের প্রশাসনে সৌরভের টিম তা করতে পারে বলে মনে হচ্ছে।’