খুঁজে খুঁজে ফিরি

28

তানহিম আহমেদ

সবুজ ঘাসের ফাঁকে ফাঁকে আমি খুঁজে ফিরি
হারানো দিন ফেলে আসা পুরোনো সব স্মৃতি।
গাঁয়ের মেঠপথে চলে মানুষ চলে গরুর গাড়ি
সূর্য্যি মামা মেঘের সাথে আষাঢ়ে কাটে আড়ি।

সবুজ পতাকা যেনো সবার প্রাণে প্রাণে ফেরে
নৌকো এসেই ভীড় জমায় ডিঙি নদীর তীড়ে।
ফুটে ফাল্গুনী কৃষ্ণচূড়া আরো যে ফুটে পলাশ
বিলের পাড়ে গোধূলি বেলায় খেলে তিলিহাঁস।

কোথা হারালো সেসব বলো কোথা গেল তারা
ঘুমিয়ে যায় নিরবে বন, চুপয়ি মারে সারা পাড়া।