দিরাই থেকে সংবাদদাতা :
বসন্তের পড়ন্ত বিকেল, উজান ধলের মাঠের চারিদিকে সবুজ ধান খেত, ধানের কচি পাতায় দোল খাচ্ছে বসন্তের বাতাস, দিনের সূর্য পূর্বকাশে হেলে বিদায় নিচ্ছে, মাঠ থেকে ভেসে আসছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের মধুর সুর আগে কি সুন্দর দিন কাটাইতাম, সেই গানের সুর ভাসছে বসন্তের বাতাসে। সুনামগঞ্জের দিরাই উপজেলায় উজানধল গ্রামের মাঠে শাহ আব্দুল করিম পরিষদ ও বে-সরকারী মোবাইল ফোন প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের সহযোগিতায় দুই দিন ব্যাপী লোক উৎসব গতকাল শুক্রবার বিকেল চার টায় শুরু হয়েছে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য প্রযুক্তি ড. আহমেদ উল্লাহ ফিতা কেটে লোক উৎসবের উদ্বোধন করেন। আগে কি সুন্দর দিন কাটাইতাম এ গান দিয়ে লোক উৎসবের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. আহমেদ উল্লাহ বলেন, শাহ আব্দুল করিম শুধু দিরাইর সম্পদ নয়। তিনি বাংলা ভাষা ভাষিদের সম্পদ। সহজ কথা কিভাবে সহজভাবে বলা যায় শাহ আব্দুল করিম তার জলন্ত প্রমাণ। একজন লেখাপড়া না জানা লোক কিভাবে এত সুন্দর ভাবে সহজ ভাষায় এত গান রচনা করেছেন তা সত্যই আমাদেও জন্য অনুপ্রেরণার বিষয়, দিরাই থানা পয়েন্টকে শাহ আব্দুল করিম চত্বর ও দিরাই-ধল রাস্তাকে শাহ আব্দুল করিম রোড করার দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আপনাদের দাবী আমরা পর্যালোচনা করছি। আশা করি একটা ফলাফল পাওয়া যাবে। তিনি আব্দুল করিমের সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
শাহ আব্দুল করিমের একমাত্র ছেলে শাহ নূর জালালের সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সর্দারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক তালুকদার, গ্রামীণ ফোনের এরিয়া ম্যানেজার সাদিকুর রহমান, শাহ আব্দুল করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তুহিন আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাউল সম্রাটের সহচর শাহ আব্দুল তোয়াহেদ, শফিকুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, সমকালের দিরাই প্রতিনিধি টিপু সুলতান, আমারদেশ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, যায়যায়দিন দিরাই প্রতিনিধি আবু হানিফ চৌধুরী, শেখ বাবুল প্রমুখ। রাতভর গান পরিবেশন করেন ঢাকা, সিলেট ও স্থানীয় শিল্পীরা।