কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলার মাসিক উন্নয়ন সভা সোমবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সার্বিক পরিচালনায় মাসিক উন্নয়ন সভায় উপজেলার ৯টি ইউনিয়নে চলমান সরকারি উন্নয়ন মূলক কর্মকান্ড সচ্ছতার সহিত বাস্তবায়ন করতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া সভায় ৪০ দিনের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন লিপিবদ্ধ করার পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে প্রদত্ত সকল সেবা নিষ্ঠার সাথে পৌঁছে দেওয়ার জন্য সভায় উপস্থিত ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি।
সভায় বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা তাদের দফতরের সেবার বিবরণের পাশাপাশি চেয়ারম্যানবৃন্দ তাদের স্ব স্ব ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া মাসিক উন্নয়ন সভা শেষে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে তৃতীয় দফায় কানাইঘাট উপজেলায় নির্মাণাধীন ভূমিহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন এবং উপজেলাকে গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণার এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
মাসিক উন্নয়ন সভা ও প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ সভাপতি জামাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাও. জামাল উদ্দিন, দীঘিরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসর আহমেদ চৌধুরী, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বক্কর, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাও. সামছুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ।