কমলগঞ্জে লজ্জাবতী বানর জনতার হাতে আটক

4

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে আসা ১টি লজ্জাবতী বানর জনতার হাতে আটক হয়েছে। পরে সাংবাদিকদের মাধ্যমে মৌলভীবাজার বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। গতকাল সোমবার দুপুরে বানরটিকে ভানুগাছ বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভানুগাছ বাজারের ১০নং পয়েন্টে নির্মানকৃত এমএম মার্কেটের ছাদে লজ্জাবতী বানরটিকে দেখতে পান মার্কেটের নাইটগার্ড। সকালে নাইটগার্ড বিষয়টি মার্কেটের মালিক মাইদুল হাসান রিপনকে জানালে তিনি সাংবাদিকদের জানান। পরে দুপুরে সাংবাদিকদের মাধ্যমে লজ্জাবতী বানরটিকে মৌলভীবাজার বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, সোহেল রানা, ব্যবসায়ী মাইদুল ইসলাম রিপন, সাদিকুর রহমান সামু, আলাল চৌধুরী প্রমুখ।
মৌলভীবাজার বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ বলেন, লজ্জাবতী বানর আটকের পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার করে সংরক্ষণ বিভাগে আনা হয়েছে।