স্টাফ রিপোর্টার :
আয়কর মেলার ষষ্ঠ দিনে সিলেট কর অঞ্চলে ৩ কোটি ৪১ লাখ ৫ হাজার ৪২৯ টাকা করা আদায় হয়েছে। এদিন সিলেটসহ বিভাগের ৪টি স্থানে মেলা থেকে সেবা নিয়েছেন ৬ হাজার ১৪৭ করদাতা। রিটার্ন দাখিল করেছেন ২ হাজার ৬৬৬ জন এবং নতুন ইটিআইএন গ্রহণ করেছেন ১২৩ জন ও রি-রেজিস্ট্রেশন করেছেন ২জন।
এদিকে গত ১৩ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়ামে চলে আসা আয়কর মেলা আজ সোমবার ১৯ নভেম্বর শেষ হচ্ছে।
গতকাল রবিবার দিনব্যাপী সিলেটে মেলা থেকে কর আদায় হয়েছে ৩ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৫৬৪ টাকা। মেলায় সেবা গ্রহণ করেছেন ৩ হাজার ৯৮৭ জন, রিটার্ন দাখিল করেন ১ হাজার ৫৪৮ জন এবং নতুন ইটিআইএন নিয়েছেন ৭৮ জন। একই দিনে মৌলভীবাজার মেলা থেকে কর আদায় হয়েছে ১৭ লাখ ২৫ হাজার ৯৪৫ টাকা। সেবা গ্রহণ করেছেন ৯৩৬ জন, রিটার্ন দাখিল করেন ৬০৭ জন এবং নতুন ইটিআইএন নিয়েছেন ২০ জন। হবিগঞ্জ মেলা থেকে কর আদায় হয়েছে ১২ লাখ ৪৭ হাজার ২৭০ টাকা। মেলায় সেবা গ্রহণ করেছেন ৯৫৯ জন, রিটার্ন দাখিল করেছেন ৩৬৩ জন এবং নতুন ইটিআইএন নিয়েছেন ১৯ জন। ছাড়া শ্রীমঙ্গল মেলা থেকে কর আদায় হয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৬৫০ টাকা। সেবা নিয়েছেন ২৬৫ জন, রিটার্ন দাখিল ১৪৮ জন এবং ইটিআইএন নিয়েছেন ৬ জন।
এরআগে শনিবার (১৭ নভেম্বর) আয়কর মেলার ৫ম দিনে ৭ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ৯৫০ টাকা কর আদায় করা হয়েছে। এদিন মেলা থেকে ৩ হাজার ২৮৭ জন করদাতা সেবা গ্রহণ করেছেন, নতুন ইটিআইএন নিয়েছেন ৪৩ জন এবং ২ হাজার ৫০৮ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন।
সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার (সদর দফতর ও প্রশাসন) কাজল সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, সপ্তাহব্যাপী চলে আসা মেলায় মোট ৬ দিনে সিলেটে ২৯ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ২৭৩ টাকা কর আদায় করা হয়েছে। তিনি বলেন, মেলার ৬ষ্ঠ দিনে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীর অংশগ্রহণে কর শিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০ মিনিটের কর বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। মূলত; ভবিষ্যৎ প্রজন্মকে কর বিষয়ে জানাতে ও উদ্বুদ্ধ করতে এমন আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়ামে চলে আসা আয়কর মেলা আজ সোমবার ১৯ নভেম্বর শেষ হচ্ছে।