সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় নিহত ৫ জনের প্রত্যেক পরিবার পেলো ২০ হাজার টাকা

8

 

স্টাফ রিপোর্টার

সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান। শনিবার সকালে সিলেট-তামাবিল জাফলং মহাসড়কের দরবস্ত এলাকায় মর্মান্তিক সড়ক দুঘর্টনাস্থল জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েসসহ জেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, সিলেট বিআরটিএ কর্মকর্তাবৃন্দ, দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহতদের দ্রæত সুস্থতা কামনা করেন। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দাফন কাজ সম্পন্ন করতে প্রদান করার কথা জানান।
জানা গেছে, শুক্রবার রাত ১০ টার দিকে জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় বাস ও টমটমের সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন উরফে কাছাই (৪৫)। রাতে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সম্মুখে বাস-টমটম সংঘর্ষে নিহত ৫ জনের মধ্যে ৪ জনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।