রিপলু চৌধুরী
যখন আসে বর্ষা মাস
বয়ে বন্যার পূর্বাভাস
জন্মের পর দেখে আসছি
বন্যা করছে বিনাশ।
সুরমা, কালীন নদীর জলে
অথৈ জল খেলা করে
আষাঢ় শ্রাবণ মাস আসিলে
অঝোর ধারায় বৃষ্টি পড়ে।
সেই বৃষ্টির তালে তালে
বন্যার জল ঘরে আসে
আসবাবপত্র যা আছে
বন্যার জলে যায় ভেসে।
সুনামগঞ্জ জেলা নিম্ন ভূমি
জানেন সকল জ্ঞানী গুণী
তাহলে পায়না কেন
দুর্গত এলাকা নাম খানি।