প্রতিদান

122

এনাম রনি

যদি কাহাকে আগুন দাও, দিবে তবে দাও,
হয়ত সেই আগুনে মিশে, সে ফুসবে দাউ দাউ।
সে নীল শিখা হবে, হবে পাথর সম নিথর,
আগ্নেয়গিরির লাভা হয়ে তোমাকে পুড়াবে বুকের ভিতর।
যে আগুনের সূত্রপাতে হয়েছ সানন্দিত,
নিজেকে তারিফ করে হয়েছ উৎসিক্ত।

বাকরুদ্ধ, তৃষ্ণার্ত, সে লালিমা চুপে চুপে,
ছাইচাপা আগুন হয়ে বসে রবে পথিমধ্যে স্তুপে স্তুপে।
মুখ ঢাকা পোষা সে আগুন প্রতি মুহূর্তে,
যদি তব সত্তা মূছার জন্যে জ্বলে উঠে।
যদি তোমাকে আলিঙ্গন করে বুকে,
সুখী হতে চায় তোমার নিদারুণ দুঃখে।

যদি কিছু আগুন জ্বালে সে আগুন থেকে,
যে আগুন জ্বালিয়েছ তুমি পৃথিবীতে যেচে।
জ্বালিও না সে আগুন নিজের ভ্রান্তে,
হয়তবা যদি জ্বালাও মনের কোন অজান্তে,
প্রতিদানে দিও তারে জল
নিভে শান্ত হোক।
নিশ্চিহ্ন হয়ে যাক আগুনের ঢল,
কিছু শান্ত প্রাণের জন্ম হোক।