কার্ডিফ ইউকে থেকে সংবাদদাতা :
শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট পবিত্র কুরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দানের এক মকবুল প্রতিষ্ঠান। বাংলাদেশে এ প্রতিষ্ঠান বিগত ৭০ বছর থেকে খিদমত চালিয়ে আসলেও ইউকেতে এই প্রতিষ্ঠানের খিদমত চলছে প্রায় ৪২ বছর ধরে। প্রতি বছরের ন্যায় এবারও সামার হলিডের সময় কুরআনে কারীমের খিদমতে নিয়োজিত হতে আশাবাদী ছিলেন অর্ধ-শতাধিক মসজিদ-মাদ্রাসা ও ইসলামিক সেন্টারের হাজারো শিক্ষক ও শিক্ষার্থীগণ। কিন্তু ইউকে ও আয়ারল্যান্ডসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় দারুল কিরাতের সকল শাখাকেন্দ্রের ২০২০ সনের যাবতীয় কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকে।
গত (বুধবার) লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের আয়োজনে দারুল কিরাতের বিভিন্ন শাখা প্রধানদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের প্রেসিডেন্ট মুফতী মাওলানা ইলিয়াস হোসাইন এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মুফতী মাওলানা আশরাফুর রাহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা মাওলানা ফখরুল হাসান রুতবাহ, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, হাফিজ মাওলানা হেলাল উদ্দীন (কিথলী), হাফিজ আবদুল হাকিম (লন্ডন), হাফিজ কয়েসুজ্জামান (এসেক্স), আলহাজ্ব খুরশিদুল হক (টিপটন), আলহাজ্ব বদরুল ইসলাম (লন্ডন), মাওলানা মুসলেহ উদ্দীন (লন্ডন), মাওলানা আমিনুল হাসান (লেস্টার), মাওলানা হুছামুদ্দীন আল হুমায়দী (বার্মিংহাম), মাওলানা এনামুল হক (লন্ডন), মাওলানা খায়রুল হুদা খান (ম্যানচেস্টার), মাওলানা আবদুল হামিদ (হাইড), মাওলানা আবদুল বাছিত বাশিরী (বেডফোর্ড), ক্বারী আবদুল ফাত্তাহ চৌধুরী (নর্থাম্পটন), ক্বারী শরীফ উদ্দীন (লুটন), আলহাজ্ব হারুন আলী (নর্থাম্পটন), মাওলানা ফয়সল আহমদ (লন্ডন), মাওলানা বেলালুর রহমান (ওল্ডহ্যাম), মাওলানা আনহার আহমদ (লন্ডন), মাওলানা রাফী আহমদ (লন্ডন), মুহাম্মদ হোসাইন (সেন্ট আলবান্স), মাস্টার শফিক উদ্দীন (ব্রাডফোর্ড), শহীদুল ইসলাম (পূল-ডোরসেট), আবিদুদ্দীন আহমদ (কামডেন), ক্বারী হাবিবুর রহমান হুমায়েদ (কিথলী) প্রমুখ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ ঐক্যমত পোষণ করে বলেন যে, ইউকেতে যদিও মসজিদ-মাদরাসা খোলার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারী নির্দেশনা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের সকলের দায়িত্ব। সে হিসেবে এ বছর কোন মসজিদ-মাদরাসা কিংবা ইসলামিক সেন্টারে সামার হলিডের সময় দারুল কিরাতের কোন শাখাকেন্দ্র পরিচালনার অনুমোদন দেওয়া হবে না। তবে কুরআনে কারীমের এই খিদমতের বরকত হাসিলের নিমিত্তে ব্যক্তিগত উদ্যোগে নিজ নিজ পরিবারের সদস্যদের কিরাত শিক্ষাদান এবং সুবিধামত অনলাইনেও কিরাত শিক্ষাদান অব্যাহত রাখার জন্য সকল ক্বারীদের প্রতি আহবান জানানো হয়।