পীর সাহেব চরমোনাই (রহ.) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ॥ আল্লাহদ্রোহী শক্তির কাছে তিনি কখনো মাথা নত করেননি

7

ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে ‘মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহ. এর জীবন ও কর্ম শীর্ষক’ আলোচনা সভা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় হুমায়ূন রশিদ চত্ত্বর জামেয়া ক্বারিমিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার সভাপতি মুফতি মুহাম্মদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিবের পরিচালনায় এর বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি আলহাজ্ব মাওলানা এডভোকেট আব্দুর রকিব, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর সিলেট বিভাগীয় আমীর আলহাজ্ব মাওলানা শায়খ নাসির উদ্দিন, গোলাপগঞ্জ বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা হিলাল আহমদ, শাহজালাল (রহ.) জামেয়া ইসলামিয়া ক্বারিমিয়া দারুল উলূম সিলেট এর প্রিন্সিপাল মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সাবেক সভাপতি মুফতি ফখরুদ্দিন, বামুক সেক্রেটারী আলহাজ্ব ইসহাক আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলার সভাপতি মো. ফয়জুল হাসান চৌধুরী, মহানগর সভাপতি মো. আবু তাহের মিসবাহ, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার সহ সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হায়দার, দপ্তর সম্পাদক মাওলানা শরফ উদ্দিন খান, প্রচার সম্পাদক মো. আবুল হোসেন, প্রকাশনা সম্পাদক মো. আনিসুর রহমান, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মো. শাহিন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাঈম আহমদ, আইন সম্পাদক বদরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজ আহমদ মাহি, মানবাধিকার সম্পাদক আনোয়ার হোসেন, উপ সম্পাদক মাওলানা আহমদ উল্লাহ আনসারী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আরাফাত প্রমুখ।
‘মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহ. এর জীবন ও কর্ম শীর্ষক’ সভায় বক্তারা বলেন, মাওলানা সৈয়দ মোঃ ফজলুল করীম (পীর সাহেব চরমোনাই রহ.) আদর্শিক লড়াইয়ে উত্তীর্ণ ছিলেন। তিনি আল্লাহদ্রোহী শক্তির কাছে কখনো মাথা নত করেননি। প্রচলিত রাজনীতির পরিবর্তে আদর্শিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছেন। তিনি শুধু গতানুগতিক পীর ছিলেন না, তিনি একজন আদর্শবাদী নেতাও ছিলেন। বিজ্ঞপ্তি