সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (সিকৃবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউন এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইফতেখার আহমেদ ফাগুন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এফএনএস সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়দ জাহিদ হাসান।
বুধবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচন শেষে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সম্মেলন কক্ষে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রব, ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম, সহকারী প্রক্টর জাহের আহমেদ ও মোঃ রাফাত আল ফয়সাল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও সেকশন অফিসার সায়ীদ ইশতিমাম।
নির্বাচনে সভাপতি পদে বাংলা ট্রিবিউনের প্রতিনিধি ইফতেখার আহমেদ ফাগুন ৯/৩ ভোটে দৈনিক আমাদের সময় এর প্রতিনিধি গোলাম মর্তুজাকে হারিয়ে বিজয়ী হন। সংবাদ সংস্থা এফ এন এস এর প্রতিনিধি সৈয়দ জাহিদ হাসান সাধারণ সম্পাদক পদে ৯/৩ ভোটে সিলেটের ডাকের প্রতিনিধি এস এম রায়হানুল নবীকে হারিয়ে বিজয়ী হন।
৯ সদস্যের নবগঠিত কমিটিতে দপ্তর সম্পাদক পদে মোঃ সাইফুর রহমান (সিলেটভিউ২৪.কম), অর্থ সম্পাদক অর্ঘ্য চন্দ (এগ্রিভিউ২৪.কম), নির্বাহী সদস্য সব্যসাচী নিলয় (দৈনিক খোলা কাগজ), সাধারণ সদস্য মোঃ গোলাম মর্তুজা সেলিম (দৈনিক আমাদের সময়), এসএম রায়হানুল নবী(সিলেটের ডাক), অসীম কুমার বৈষ্ণব (সিলেটের সকাল), হাবিবা সুলতানা খুশি (সিলেট ডায়রি) নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি