ঐতিহ্যবাহী সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রস্তাবিত অস্থায়ী পশুর হাট স্থানান্তরের সিদ্ধান্ত নেয়ায় সিলেট জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগরী শিবির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মামুন হোসাইন ও সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন- আমরা জানতে পেরেছি সিলেট জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে ঐতিহ্যবাহী সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ থেকে অস্থায়ী পশুর হাটের ইজারা বাতিল সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মহামারি করোনাভাইরাসের এ পরিস্থিতিতে জনবসতিপূর্ণ এলাকা ছেড়ে অন্যত্র কোরবানির পশুর হাট বসানোর ব্যাপারে স্থানীয় এলাকাবাসী ও মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। এ আন্দোলনের যৌক্তিকতা মেনে সিদ্ধান্ত নেয়ায় আমরা জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশন সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিজ্ঞপ্তি