সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই

28

কাজিরবাজার ডেস্ক :
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কৃষিবিদ মোঃ আব্দুল মান্নান (৬৭) শনিবার সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লহি… রাজিউন)। তিনি স্ত্রী এক মেয়ে এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া ও কৃষিবিদ ইনস্টিটিউশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার সকালে তার মরদেহ প্রথমে নেয়া হবে কৃষিবিদ ইনস্টিটিউশনে। এরপর সংসদ ভবনে প্রথম জানাযা শেষে মরদেহ হেলিকপ্টারে বগুড়া রওনা হবে। বেলা দেড়টায় সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দ্বিতীয় জানাযা ও বিকেল চারটায় সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠে তৃতীয় জানাযা শেষে হিন্দুকান্দি গ্রামে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে। এদিকে আব্দুল মান্নানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ তিনদিনের শোক কর্মসূচী ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ। মসজিদ ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিনি গুরুতর অসুস্থ হলে হাসপাতালে নেয়া হয়। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বিদেশে নেয়ার চেষ্টা করা হয়। তবে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা তার ছিল না। শনিবার সকাল পৌনে আটটায় তার ভেন্টিলেশন (লাইফ সাপোর্ট) খুলে মৃত্যুর ঘোষণা দেন চিকিৎসক।
আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে আব্দুল মান্নান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। সোমবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন রাজনৈতিক সহকর্মীরা। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, আব্দুল মান্নানের মৃত্যুতে আওয়ামী লীগ একজন দক্ষ ও অভিজ্ঞ নেতাকে হারালো। তার অভাব কোনভাবেই পূরণ হওয়ার নয়। রাষ্ট্রপতি মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। অপর শোকবার্তায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, তার মতো একজন রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও একনিষ্ঠ কর্মীকে হারালো। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতির অবদান অবিস্মরণীয়। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। ’৭৫ পরবর্তী সময়ে মান্নানের ভূমিকা স্মরণ করে শোকবার্তায় স্পীকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ’৭৫ পরবর্তী কঠিন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলস পরিশ্রম, ত্যাগ ও কষ্ট করে যাওয়া আব্দুল মান্নানকে জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। মান্নানের মৃত্যুতে দলের পক্ষ থেকে ওবায়দুল কাদেরও শোক জানিয়েছেন। শোকবার্তা পাঠিয়েছেন ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।