জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন রবিবার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গ্রামের শালিসি ব্যক্তি হাজী চান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শালিসি ব্যক্তি কমলা মিয়া, আনোয়ার মিয়া, রফু মিয়া, নুরুজ্জামাল নুর, হারুন মিয়া, ডাঃ ছদরুল ইসলাম, কাওছার মিয়া, মোতাহির আলী, রাজিব তালুকদার প্রমুখ। এতে কয়েক শতাধিক ক্ষুব্ধ জনতা অংশ গ্রহন করেন। সভায় কিছু দিন আগে রাণীগঞ্জ ইউপি সদস্য ইসরাক আলীকে জড়িয়ে ফেইসবুক ফেইক আইডি দিয়ে অপপ্রচার নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় অপপ্রচারকারীদের অভিভাবকরা ক্ষমা চাইলে বিষয়টি নিষ্পত্তি হয়। তবে ভবিষ্যতে আর কেউ এলাকার কোন সম্মানী ব্যক্তিদের নিয়ে কটুক্তি করলে প্রশাসনের সহযোগিতা নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত হয়। এতে সহমত পোষণ করেন গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক ফখরুল ইসলাম।
এদিকে-অপপ্রচার রোধে গন্ধর্বপুর গ্রামবাসীর উদ্যোগকে অভিনন্দন জানিয়ে অন্যান্য অঞ্চলে অপপ্রচার রোধে উপজেলার প্রতিটি এলাকায় এ ধরণের উদ্যোগে নেয়ার আহবান জানিয়েছেন সচেতন মহল।