সামাজিক অবক্ষয় রোধে আনসার ভিডিপি কাজ করতে হবে – জেলা কমান্ড্যান্ট ফখরুল আলম

20

সিলেট আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট ফখরুল আলম বলেছেন, বিশ^নাথ উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদের নিজ নিজ এলাকার উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের উন্নয়নে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ সামাজিক অবক্ষয় রোধমূলক কর্মকান্ডে সকল সদস্যকে আন্তরিক ভাবে কাজ করার নির্দেশ দেন।
তিনি গতকাল ১২ নভেম্বর সোমবার বেলা ১১টায় বিশ^নাথ উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আনসার ও ভিডিপি’র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশ^নাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাব পরাগ তালুকদ এর সভাপতিত্বে সমাবেশে আনসার-ভিডিপি’র বার্ষিক উন্নয়নমূলক কাজের উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ আমির হোসেন।
উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মোঃ পারভেজ খান ও অর্পণ কুমার দাসের যৌথ পরিচালনা সমাবেশে প্রতিবেদন পেশ করেন ইউনিয়ন পর্যায়ের দলনেত্রী মোছাঃ রাহেলা বেগম।
সমাবেশ প্রধান অতিথি আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাধে কাধ মিলিয়ে আনসার-ভিডিপি’র কাজ করার আহবান। এছাড়াও ব্যক্তিগত লাভজনক প্রকল্প হিসাবে ক্ষুদ্র ক্ষুদ্র কুটিশিল্প স্থাপন, গবাদি পশু ও হাঁস-মুরগী পালন, মৎস্য চাষা, কৃষি কাজ করে নিজেকে স্বাবলম্বী করার পরামর্শ দিনে। বিজ্ঞপ্তি