ছাতকে দু’পক্ষের সংঘর্ষে শিশু সহ গুলিবিদ্ধ ১২

14
ছাতকে দু’পক্ষের সংঘর্ষের আহতদের মধ্যে কয়েকজন।

ছাতকে দু’ পক্ষের সংঘর্ষে ২ শিশু সহ গুলিবিদ্ধ হয়েছেন ১২জন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরোও ৩০জন। শুক্রবার সকাল ৭টার দিকে ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের ঝিগলী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে আধিপত্য বিস্তার নিয়ে ঐ গ্রামের আজিজুর রহমান গং ও নজির, দবির, ওয়াহাব এবং সাবাজ গংদের মধ্যে প্রায় প্রায় দেড় ঘন্টা ব্যাপি সংঘর্ষে ৫০ রাউন্ড গুলিবিনিময় হয়েছে। সংঘর্ষ চলাকালে প্রায় গুলিবিদ্ধ সহ প্রায় ৩০জন আহত আহয়েছেন। দেড়ঘন্টা ব্যাপি সংঘর্ষে সাবের (৩০), জাহেদ (২৬), জাহির (৪৫), আরিজ (৪২), আব্দুর রকিব (৩৫), সিদ্দেক মিয়া (৩৪), শফিক মিয়া (৩৩), হাবিবুর (২০), হাজেরা (১২), হুসেন (৮), আব্দুল কাইয়ুম (৫০) গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অনেকেই সিলেট ওসমানী হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ সাবের মিয়া জানান, ঐ গ্রামের আজিজুর রহমান ছেলে মাসুম ও কয়েসের নেতৃত্বে শুক্রবার সকাল ৭টার দিকে ২৫/৩০ জন ভাড়াটিয়া ও ৫/৭ জন বন্দুকসহ হ্যালমেট পরিহিত গুন্ডা বাহিনী নিয়ে সাবাজ মিয়া মেম্বারের বাড়ির সামনে গিয়ে গুলিবর্ষণ করে। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আজিজুর রহমানের হ্যালমেট পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ২শিশুসহ ১২জন গুরুতর আহত হন।
গুলিবিদ্ধ জাহেদ মিয়া জানান, এর পূর্বেও আরো কয়েক বার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে আজিজুর রহমান ঐ গ্রামে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান সজল মিয়া। (খবর সংবাদদাতার)