সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন, ব্রীজ কালভার্ট নির্মাণের মাধ্যমে জনগণের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে অসংখ্য রাস্তা, ব্রীজ, কালভার্ট নির্মাণ করা হয়েছে। ফলে জনসাধারণ তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি উপজেলা সদর ও জেলা সদরের সাথে যোগাযোগ সহজতর হয়েছ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন দেশের মানুষের সার্বিক উন্নয়ন সাধিত হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলায় ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত কন্দিয়ারচর গুধির খালের উপর ব্রীজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক নিরুপম চক্রবর্তী শুভ্র’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা হাজী দুদু মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শানর মিয়া, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ মেম্বার, অধ্যাপক মহিবুর রহমান, ইউপি সদস্য সমছ উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জিলান আহমদ, মাসুক উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা নন্দন চন্দ্র পাল, মনসুর আহমদ, মইনুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি