আনোয়ার আল ফারুক
রাতের আকাশ বলছে ডেকে শুনছ ওহে কবি
হয়নি সময় এখনো কী আঁকতে আমার ছবি?
ওই’যে দেখ আমার মাঝে চাঁদতারারা হাসে
জোনাকদলও আমার প্রেমে ডানা মেলে ভাসে।
হাসনাহেনা সুবাস ছড়ায় আপন ঘোমটা খোলে,
জোছনারা সব আকাশ খেয়ায় আপন মনে দোলে।
মৃদু বাতাস যায় বয়ে যায় বুকটি আমার চিড়ে,
সুখ আবহ ছড়ায় ওই’যে সব মানুষের নীড়ে।
বলছি আমি লেখছি দেখ রাত আকাশের পদ্য
রাতের প্রেমে পড়ে আমার হয়নি লেখা গদ্য,
রাতের আকাশ হাত বাড়ালো বলল এসো বুকে,
শান্তি নামুক বসুধাতে কাব্যছোঁয়ার ফুঁকে।
বুকেবুকে বুক মিলিয়ে খুলছি কাব্যখাতা
অভিবাদন জানায় আমায় গাছের সবুজপাতা,
ফুলপাখিরা জড়ো হয়ে বলছে সবে এসো
রাতেরকাব্য হবে এবার মনটা খুলে হেসো।
সবে মিলে কাব্য লেখার দায় দিয়েছে কাঁধে
উপচে পড়ুক সুখের জোয়ার কাব্যনদের বাঁধে,
আজকে হবে মিলনমেলা বেঁচে থাকার কাব্য
জীবননদে উপচে পড়ুক সুখ সুখোময় নাব্য।