সাঈদুর রহমান লিটন
ছোট খুকু খেলা করে
লাল জামা গায়,
কারো মানা শুনে নাকো
একা একা যায়।
গুটিগুটি হাঁটে খুকু
মিঠে কথা কয়,
গাল ভরে হেসে হুসে
মন করে জয়।
কভু যদি দেখে খুকু
কোলে দিবে ঝাঁপ,
ঘাড়ে চড়ে পাড়া ঘুরে
তবে হবে মাপ।
চকলেট পেলে তবে
খুশি হয় খুব,
তার মুখে হাসি দেখে
চাঁদ দেয় ডুব।