গোলাপগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন সংস্থা-RDS পেল সিলেট জেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠনের পুরস্কার বৃহস্পতিবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়াম জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজনে দেশের ৬৪ জেলার ৫০টি শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী যুব সংগঠন সহ মোট ৮শ ৯০টি যুব সংগঠনকে যুব কল্যাণ তহবিল অনুদান ২০২১-২০২২ এর চেক প্রধান করা হয়।
অনুষ্ঠানে সিলেট জেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন নির্বাচিত হয়েছে গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়ন ৫নং ওয়ার্ড কায়স্থগ্রামের পল্লী উন্নয়ন সংস্থা-R.D.S| আয়োজক কমিটির কাছ থেকে পল্লী উন্নয়ন সংস্থা-RDS এর পরিচালক সাংবাদিক ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট থেকে বিভাগীয় যুব পুরস্কার প্রাপ্ত সংগঠক, এইচ.এম.সেলিম শিশু বিদ্যালয় (কায়স্থগ্রাম) এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এইচ.এম.সেলিম চেক ও সনদপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ড. মোঃ জাফর উদ্দীন, যুব উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খাঁন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী। বিজ্ঞপ্তি