জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির যৌথ বিবৃতি ॥ সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিল করে জাতীয় পার্টিকে বিভাজন থেকে রক্ষা করুন

41

গতকাল জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট রেজিষ্ট্রি মাঠে ১৩টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৬টি থানার ডেলিগেটদের উপস্থিতে জেলা জাতীয় পার্টির ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ০৩-১০-২০১৩ইং তারিখে অনুমোদন দেওয়া হয়।
জেলা জাতীয় পার্টির কার্য নির্বাহী কমিটির মেয়াদ থাকা অবস্থায় কতিপয় সুবিধাভোগী জাতীয় পার্টির কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে। এরশাদের দুর্গ বলে খ্যাত সিলেট জাতীয় পার্টিকে দুর্বল করে ব্যক্তি স্বার্থকে প্রতিষ্ঠিত করার দূরভিসন্ধি চক্রান্তে লিপ্ত। আমরা জেলা জাতীয় পার্টির ত্যাগী নেতৃবৃন্দরা সম্মেলন প্রস্তুতি কমিটির নামে জেলা জাতীয় পার্টির ভিতরে বিভাজন ও কোন্দল সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত। অবিলম্বে তাদের এহেন কার্যকলাপ বন্ধ করার জন্য পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি যৌথ বিবৃতির মাধ্যমে সিলেট জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বহাল রাখার দাবী জানানো হয়।
বিবৃতি দাতারা হলেন- সিলেট জেলা জাপার সহ-সভাপতি মোহাম্মদ মজির উদ্দিন চাকলাদার, বাহার খন্দকার, আব্দুস শহীদ লশকর বশীর, আবুল হাসনাত, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহকারী সাধারণ সম্পাদক আলতাফুর রহমান আলতাফ, শহীদ আহমদ শিব্বির, সাংগঠনিক সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, আব্দুল মুকিত মাষ্টার, দুলাল আহমদ, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, আতাউর রহমান চুনু, আশিক মিয়া, আব্দুল মালেক ফারুক (মেয়র), প্রচার সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, যুগ্ম-প্রচার সম্পাদক মো: খলকু মিয়া, অর্থ সম্পাদক আনিসুজ্জামান পাবলু, যুগ্ম-দফতর সম্পাদক অপু রানা সেন নারায়ন, কৃষি সম্পাদক দেলওয়ার হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আব্দুল আজিজ সিরাজী, যুগ্ম-ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ গিয়াস উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক ফয়ছল উদ্দিন, যুগ্ম-শ্রম সম্পাদক আব্দুল খালিক লালু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শাহান উদ্দিন নাজু, যুগ্ম-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবুল হোসেন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রহিম, এনজিও বিষয়ক সম্পাদক মো: গুলজার আহমদ, যুগ্ম-শিক্ষা বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, সম্মানিত সদস্য এড. এবাদ হোসাইন, সহিদুর রহমান তাহের, বাবুল আহমদ, কবির আহমদ, হাজী সফর উদ্দিন, আজিজুল ইসলাম লুকু, ফারুক আহমদ চৌধুরী, আয়াজ আলী খাঁ, আব্বাছ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি