কাঞ্চন দাশ
রমজানের শেষে পড়ে
এলো খুশির ঈদ
সকাল যে তাই কবে হবে
চোখে নাই নীদ।
সবার সাথে কোলাকুলি
মজা হবে ভারী
ধনী-গরীব সবাই মোরা
যাবো সবার বাড়ি।
ঈদের দিনে সকাল বেলা
আদায় করে নামাজ
চারিদিকে ছড়িয়ে থাকে
রব রব সাজ।
দোয়া মাঙ্গি খোদার কাছে
থেকো সবাই ভালো
সবাই মিলে দোয়া করো
সুখের প্রদীপ জ্বালো।
মায়ের হাতের শিরনী পায়েস
খেতে ভারী মজা
সবাই নতুন জামা কাপড়
পড়ে হবে রাজা।
সকাল থেকে রাত্রি বেলা
ঘুরবো মজা করে
মামার বাড়ি যাবো সবাই
থাকবোনা আর ঘরে