রাশেদ বিন শফিক
সানকি ভরা চাউলের সুখ, যে হাসি ফুটায়;
কৃষাণীর লাল ঠোঁটের কোণে,
এইটুকু হাসি যদি দাও আমায়,
আমার আর সুখ চাওয়ার ইচ্ছে জাগবে না।
তমসাচ্ছন্ন গভীর রাতে,টিনের ছিদ্র দিয়ে;
যে আলো প্রবেশ করে কুড়ে ঘরে,
সে টুকুনি আলোকবর্ষী যদি তুমি হও,
আমি আর পূর্ণিমারাত চাইবো না।
ঘনবর্ষার যেই বারিধারা, আনন্দ জাগায়;
বৃষ্টিতে স্নান করা কিশোরের প্রাণে,
সে টুকু আনন্দ যদি বিলাও আমায়,
আমি প্রত্যাশা পূরণে তৃপ্তির ঢেকুর দিব।