হত্যা-নির্যাতন চালিয়ে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না – কাইয়ুম চৌধুরী

4

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে এখন গুম-খুনের রাজনীতিতে মেতে উঠেছে। বিএনপির কর্মসূচীতে জনসম্পৃক্ততা দেখে আওয়ামী লীগ বুঝে গেছে তাদের সময় আর বাকী নেই। তাই তারা সারাদেশে ঘুম খুনের রাজনীতি শুরু করেছে। তাদের এমন হীন ষড়যন্ত্রের অংশ হিসেবেই ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা সিলেট জেলা বিএনপি নেতা আফম কামালকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, দীর্ঘ দেড় মাসেরও বেশী সময় অতিবাহিত হলেও কামাল হত্যাকাÐের মুল হোতারা এখনো ধরা ছোয়ার বাহিরে। অভিলম্বে কামালের সকল খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যতায় সিলেটবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। হত্যা-নির্যাতন চালিয়ে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না।
রবিবার সকালে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হাতে নিহত সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামালের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপি নেতা আফম কামালকে হত্যার পর প্রশাসন কয়েকদিন লোক দেখানো তৎপরতা চালালেও এখন রহস্যজন কারণে নিরব ভ‚মিকায় রয়েছে। আমরা কামালের খুনিদের গ্রেফতার দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছি। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতাএকেএম তারেক কালাম, আজির উদ্দিন, ইসলাম উদ্দিন, আবুল কাশেম, আজীজুর রহমান আজিজ, জসিম উদ্দিন, আফর খাঁন, আলতাফ হোসেন সুমন, রফিকুল ইসলাম শাহপরান, রফিকুল ইসলাম, বাদশাহ আহমদ, জৈইন উদ্দিন, হাজী জাহেদ আহমদ, ফারুক মিয়া, আকবর আলী, সফিক আলী, মাসুক মিয়া, আফসর খান, আজিজ খান সজিব, আমজ হোসেন, আমিনুর রহমান আমিন, গোলাম কিবরিয়া, সামাদ হোসেন, আমিনুল ইসলাম, নুরুল আলম, তারেক আমিন, জালা উদ্দিন, রুস্তম আলী, সাইদুল ইসলাম, কামরুল রানা, কাজী সুমন, মোঃ আলী হীরা প্রমুখ।
সিলেট জেলা বিএনপির দুই দিনের কর্মসূচী
সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল হত্যাকাÐের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দুই দিনের কর্মসূচী ঘোষনা করেছে সিলেট জেলা বিএনপি।
কর্মসূচীর মধ্যে রয়েছে- আগামী ১ জানুয়ারী দুপুর ১২টায় সিলেট জেলা বিএনপি ও সকল উপজেলা-পৌর বিএনপির উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রী বরাববে জেলা প্রশাসক ও নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান এবং আগামী ৮ জানুয়ারী সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন।
উক্ত কর্মসূচী সমূহে বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর সন্ধ্যারাতে নগরীর আম্বরখানা এলাকায় আওয়ামী নামধারী সন্ত্রাসীদের ছুরিকাঘাটে নিহত হন সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল। বিজ্ঞপ্তি