কে.এম. লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাটে টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা এবং উত্তোলিত পাথর জব্দ করে প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়েছে। সোমবার দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে উপজেলার সংগ্রাম বিজিবি সীমান্ত ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে মো. ইবু মিয়া নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জাফলংয়ের জুমপার এলাকার একটি গর্ত থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করে তা প্রকাশ্য নিলামে ত্রিশ হাজার টাকায় বিক্রি করে সরকারের কোষাগারে জমা দেয়া হয়। এ সময় গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন ও স্যানিটারী ইন্সপেক্টর রমজান আলী সহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ইউএনও মো. নাজমুস সাকিব জানান, জাফলংয়ে টিলা কেটে পাথর উত্তোলন করার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অপর আরেকটি গর্ত থেকে উত্তোলিত পাথর জব্দ করে তা নিলামে বিক্রি করা হয়েছে।
পরবর্তীতে যদি কেউ অবৈধভাবে পাথর উত্তোলনের চেষ্টা করে তাহলে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।