জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ড. মোঃ এনামুল হক বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রথম বৃক্ষরোপণ অভিযান শুরু করেছিলেন, তাঁর পদাঙ্ক অনুসরণ করে, পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘মুজিববর্ষে’ বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ বিপর্যয়রোধে বৃক্ষ রোপণের গুরুত্ব অপরিহার্য। তাই শুধু রোপন নয় এর যথাযথ পরিচর্যা করতে হবে।
তিনি ৩১ আগষ্ট সোমবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক সিলেট নগরীর সাগরদীঘির পারে জনতা ব্যাংক রেস্ট হাউজে গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন কালে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জনতা ব্যাংক লিমিটেড সিলেট এরিয়া অফিস এর উপমহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ, বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সন্দীপ কুমার রায়, সিলেট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক বিমল কান্তি দাস, জিন্দাবাজর কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, কাজীটুলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ছয়ফুল আলম চৌধুরী, বিভাগীয় কার্যালয়ের এসপিও মোঃ ছায়েদুর রহমান ও শুভাশীষ চক্রবর্তী, শেখঘাট শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ শাকিল, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান ও দেবব্রত দত্ত এবং শ্রমিকলীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা শামীম রশীদ চৌধূরী, দি নিউ নেশন ও দৈনিক আজকালের খবর এর সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, জনতা ব্যাংক সিবিএ এর সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল সহ সাধারণ সম্পাদক ফারুক মিয়াসহ অন্যান্য ব্যাংক কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি