দিরাইয়ে বাউল রণেশ ঠাকুরের গানের ঘরে আগুন লেগে সবকিছু ভস্মীভূত

13

একে কুদরত পশা সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউল সম্রাট শাহ আব্দুল করিমেন শীষ্য রণেশ ঠাকুর এর গানের ঘরে আগুন লেগে তাঁর সকল বাধ্যযন্ত্র পুড়ে যায় ফলে বড়ধরণের ক্ষতির মূখে পড়েছে বাউল পরিবারটি।
জানা যায়, রবিবার দিবাগত রাক ১ টার দিকে বাউল রণেশ ঠাকুর এর গানের ঘরে আগুন লাগে। আগুন অতি মাত্রায় বেড়ে গেলে গ্রামবাসীর প্রচেষ্টায় রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে তার বাধ্যযন্ত্র সব পুড়ে যায়।
দেশে করোনা পরিস্থিতিতে যখন বাউলরা বেকার হয়ে পড়েছেন এ সময় বাউল পরিবারটি এতো বড় ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে তারা ভেবে পাচ্ছেন না।
বাউল রণেশ ঠাকুর জানান, ঘরেতো এমনি এমনি আগুন লাগতে পারে না। আমার মনে হচ্ছে কেউ একজন ঘরে আগুন লাগিয়েছে। এ বিষয়ে আইন শৃঙ্খলাবাহিনী তদন্ত করলে আসল সত্য বেরিয়ে আসতে পারে।
রণেশ ঠাকুর এর গানের ঘরে আগুনে তার সকল বাধ্য যন্ত্র পুড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করছেন বাউল ভক্তরা। তারা এ ঘসটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।