মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে নিখোঁজের এক দিন পর তালাবদ্ধ ফার্মেসী থেকে সৌদি আরব প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী শাহনাজ পারভীন জোসনা (৩৬) নামের ৩ সন্তানের জননীর ৩ টুকরো লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রবাসী ছুরুক মিয়ার বাড়ি উপজেলার নারিকেলতলা গ্রামে। তারা দীর্ঘদিন ধরে পৌরসভার কার্যালয়ের পাশে বাসায় বসবাস করছেন। হতভাগ্য জোসনার পিতার বাড়ি উপজেলার শেওরা গ্রামে। এ ঘটনায় ফার্মেসী ব্যবসায়ী জিতেশ চন্দ্র গোপ তার পরিবার সহ পলাতক রয়েছে। সে কিশোরগঞ্জ জেলার ইটনা থানা এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে পৌর শহরের সি/এ মার্কেট এলাকায় ভাড়াটে বসবাস করে আসছিল। পৌর পয়েন্টে ব্যারিস্টার আবদুল মতিন মার্কেটে অভি মেডিকেল হল নামের ফার্মেসীর ব্যবসা করতো জিতেশ।
জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি বুধবার ওষুধ কেনার জন্য অভি ফার্মেসীতে যান শাহনাজ পারভীন জোসনা। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। অনেক চেষ্টা করেও থাকে খোঁজে পাওয়া যায়নি। তবে ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওই ফার্মেসী তালাবদ্ধ থাকায় মানুষের সন্দেহ বেড়ে যায়। এক পর্যায়ে থানা পুলিশ ফার্মেসীর তালা ভেঙে দোকানের পেছনে গিয়ে হতভাগ্য জোসনার ৩ টুকরো রক্তাক্ত লাশ কাপড়ে মোড়ানো দেখতে পান। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসন, র্যাব সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হতভাগ্য জোসনার লাশ দেখতে শতশত উৎসুক জনতা ভীড় জমান। পরে থানা পুলিশ খন্ডিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দ্রুত এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এদিকে-এ ঘটনায় হতভাগ্য জোসনার পরিবারে বইছে শোকের মাতম। চারদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বইছে ক্ষোভ ও নিন্দার ঝড়। নৃশংস এ হত্যাকাণ্ড কেউ মেনে নিতে পারছেন না। তাই চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন সর্বস্তরের মানুষ।