কাজিরবাজার ডেস্ক :
সৌদি আরবে করোনা ভাইরাস বিপর্যয় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একদিন ব্যবধানে এত রোগী শনাক্ত হয়নি, যেটা মঙ্গলবার (২৮ এপ্রিল) হয়েছে। এ দিন মরুর দেশটিতে রেকর্ড এক হাজার ২৮৯ জনের করোনা পজিটিভ এসেছে।
এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ছাড়িয়ে গেছে ২০ হাজার। আবার এরমধ্যে বড় একটি অংশ বিদেশি নাগরিকদের। যেখানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাও উল্লেখযোগ্য।
এছাড়া ৩৮ জন বাংলাদেশিসহ দেশটিতে এ পর্যন্ত ১৫২ করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।
সৌদি আরবে করোনা মহামারির কারণে প্রায় দুই মাস কর্মহীন থাকা প্রবাসীরা হতাশা আর আতঙ্কে দিন কাটাচ্ছেন। লকডাউন আর কারফিউয়ের মধ্যে অনেকে বেতন-ভাতা না পাওয়ায় দেশে কোনো টাকা পাঠাতে পারছেন না।
জনগণের স্বার্থে সৌদি সরকার দফায় দফায় লকডাউন, কারফিউয়ের সময়সীমা পরিবর্তন করলেও চেষ্টা করছে জনজীবন স্বাভাবিক রাখতে। তবে কতদিন এভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন প্রবাসীরা।
তবে ২৯ এপ্রিল থেকে আগামী ১৩ মে পর্যন্ত সুপারশপসহ নিত্যপ্রয়োজনীয় সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আর সরকার।