কাজিরবাজার ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হোম কোয়ারান্টিনে গেছেন ২ হাজার ১৪০ জন। হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন গেছেন ১৪০ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে গেছেন ৮ হাজার ৯৫ জন। এর মধ্যে ছাড়পত্র নিয়েছেন ১ হাজার ৯১৫ জন। এছাড়া এখন পর্যন্ত দেশে মোট হোম কোয়ারেন্টিনে ছিলেন ১ লাখ ৭৪ হাজার ১৪০ জন। এর মধ্যে ৯৩ হাজার ১৬৯ জন কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন। বাকি আছেন ৮০ হাজার ৯৭১ জন।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে জানানো হয়, বর্তমানে সারাদেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে ৬০১টি প্রতিষ্ঠান। এ সব প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সেবা দেওয়া করা যাবে ৩০ হাজার ৬৩৫ জনের। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৬ জন। সব মিলিয়ে বর্তমানে আইসোলেশন রয়েছেন ১ হাজার ১৩৩ জন। আক্রান্ত ৪ হাজার ৯৯৮ জনের মধ্যে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৭৪৫ জন।
বিজ্ঞতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৪২২টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৩৭টি। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪৩ হাজার ১১৩।
আইইডিসিআরের তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসেবে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সম মিলিয়ে মোট শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৯৮ জন। এর মধ্য থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৩ জন।