নগরবাসীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সর্তকতা, পিপিই পরে বাসা বাড়িতে হানা দিতে পারে দুর্বৃত্তরা

20

স্টাফ রিপোর্টার :
করোনা চিকিৎসার নামে পিপিই পরে বাসা-বাড়িতে হানা দিতে পারে দুর্বৃত্তের দল। এ দল ডাকাতি সহ যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে সিলেট মহানগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মহানগরবাসীকে সতর্ক করে বলা হয়, অনেক সময় বিভিন্ন বাসা-বাড়ি বা গৃহে করোনা শনাক্তের নামে অনেকে পিপিই পরিধান করে গৃহে প্রবেশের চেষ্টা করতে পারে এবং দুস্কৃতিমূলক কর্মকান্ড সংঘটিত করতে পারে। আবার অনেকে জরুরি সেবার নামে বা ত্রাণসামগ্রী দেওয়ার নামে গৃহে বা বাড়িতে প্রবেশ করতে পারে।
কোনো কোনো ক্ষেত্রে তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিতে পারে। এমন ঘটলে মহানগরবাসী অবশ্যই পরিচয় নিশ্চিত হয়ে গৃহে বা বাড়িতে প্রবেশের অনুমতি দিবেন। আর যদি আগন্তুক সর্ম্পকে সন্দেহ হলে সংশ্লিষ্ট থানা অথবা সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন অথবা জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ নাম্বার সমূহ- পুলিশ কমিশনার-০১৭১৩-৩৭৪৫০৬, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর)- ০১৭১৩-৩৭৪৫০৭, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ)-০১৭৬৯-৬৯১৩২৬, ডিসি (সদর ও প্রশাসন) ০১৭১৩-৩৭৪৫০৮, ডিসি (উত্তর) ০১৭১৩-৩৭৪৫০৯, ডিসি (দক্ষিণ) ০১৭১৩-৩৭৪৫১০, ডিসি (ট্রাফিক) ০১৭১৩-৩৭৪৫১১, ডিসি (ডিবি) ০১৭৬৯-৬৯১৩২৭, ওসি, কোতয়ালি থানা-০১৭১৩-৩৭৪৫১৭, ওসি, জালালাবাদ থানা -০১৭১৩-৩৭৪৫২২, ওসি, এয়ারপোর্ট থানা -০১৭১৩-৩৭৪৫২১, ওসি, দক্ষিণ সুরমা থানা -০১৭১৩-৩৭৪৫১৮, ওসি, শাহপরাণ(রঃ) থানা -০১৭১৩-৩৭৪৩১০, ওসি,মোগলাবাজার থানা -০১৭১৩-৩৭৪৫১৯, ডিউটি অফিসার কোতোয়ালী মডেল থানা-০১৭৮৬৬৩৬৫৬৫, ডিউটি অফিসার জালালাবাদ থানা-০১৭৮১-১৯৫১৫১, ডিউটি অফিসার এয়ারপোর্ট থানা-০১৭২৮-৭৮৭৫৬৭, ডিউটি অফিসার দক্ষিণ সুরমা থানা-০১৭৯১-১১১৩৪৮, ডিউটি অফিসার শাহপরাণ (রঃ) থানা-০১৭৯১-১১১৩৪৭, ডিউটি অফিসার মোগলাবাজার থানা-০১৭৯১-১১১৩৪৯।
এছাড়াও পুলিশ কন্ট্রোল রুমের এই নাম্বারগুলো ২৪ ঘন্টা খোলা পাওয়া যাবে। নাম্বারগুলো হচ্ছে- ০১৭১৩-৩৭৪৩৭৫, ০১৯৯৫-১০০১০০ ও ০৮২১-৭১৬৯৬৮। অথবা জাতীয় জরুরি সেবা-৯৯৯।