করোনা আক্রান্ত পলাতক সেই ইজিবাইক চালক শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন

12

স্টাফ রিপোর্টার :
সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকায় করোনাভাইরাস শনাক্ত হওয়া ‘পলাতক’ ওই যুবককে অবশেষে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোররাত ৪টায় তাকে শামসুদ্দিনে ভর্তি করানো হয়।
জানা গেছে, খাদিমপাড়ায় ৩৭ বছর বয়সের এক টমটম চালক যুবকের করোনাভাইরাস ধরা পড়ে। রবিবার রাতে খবর পেয়েই সে লুকিয়ে পড়ে। খাদিমপাড়ার টিকরপাড়ায় তার শ্বশুরবাড়ি। সে শ্বশুরবাড়িতে থেকেই টমটম গাড়ি চালাতো।
এ বিষয়ে এসএমপির শাহপরাণ থানার ওসি মো. আব্দুল কাইয়ুম সোমবার সকালে জানান, স্থানীয় জনপ্রতিনিধি এবং জনতার সাহায্যে রবিবার মধ্যরাতে ওই যুবককে খুঁজে বের করা হয় এবং পরে তাকে শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়। তার বাড়িও খাদিমপাড়ায়। তবে সে টিকরপাড়ায় শ্বশুরবাড়িতে থেকে টমটম চালাতো।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও সুশান্ত কুমার মহাপাত্র জানান, উপজেলা প্রশাসন ও শাহপরাণ থানাপুলিশ স্থানীয় জনপ্রতিনিধি এবং জনতার সাহায্যে ওই যুবককে খুঁজে বের করে সোমবার ভোররাত ৪টায় হাসপাতালে নিয়ে আসেন। তার শারীরিক অবস্থা গুরুতর পর্যায়ে নয়। তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, তার শ্বশরবাড়ির মানুষজনকে হোম কোয়ারেন্টিন নীতিমালা মানার জন্য বলা হয়েছে।