কাজিরবাজার ডেস্ক :
করোনাভাইরাস আতঙ্কের মাঝে সৌদি আরব থেকে ৩৬৮ যাত্রীকে নিয়ে ঢাকা এসেছে সৌদি এয়ারের একটি ফ্লাইট। ওই ফ্লাইটের সব যাত্রীদেরকে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে ঢাকা ছেড়েছে কানাডিয়ান নাগরিকরা। অপরদিকে লকডাউনের মাঝেও নেপাল থেকে ফিরেছেন ১৩ বাংলাদেশী। তাদেরকেও নেয়া হয়েছে কোয়ারেন্টাইনে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভসেক পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান জানান, রাত সোয়া ৯টায় সৌদিয়া এয়ারের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় অবতরণ করে। সঙ্গে সঙ্গে তাদেরকে নেয়া হয় আশকোনায় হজ ক্যাম্পের কোয়ারেন্টাইনে। ওই ফ্লাইট রাতেই ঢাকা ত্যাগ করে গেছে। সৌদি থেকে আগতদের মধ্যে ১৩২ জন সেখানে আটকে পড়া ওমরাহ যাত্রী এবং বাকি ২৩৪ জন সৌদি আরবের ডিপোর্টেশন সেন্টারে (অবৈধ সন্দেহে স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায়) থাকা বাংলাদেশী কর্মী।