বাদল নামে

17

শরীফ সাথী

ওই সে দূরে ঘুরে ঘুরে
মেঘ ভেসে যাই উড়ে উড়ে
কী মায়াময় দৃশ্য গেঁথে
বর্ষাকালের আকাশ জুড়ে।

শমশমাশম ছন্দ সুরে
এই জমিনে আসে ট্যুরে।

শীতল জলের পরশ পারায়
বাদল নামে অঝোর ধারায়
বৃষ্টি মেঘের মধুর ঢেউয়ে
খেই হারিয়ে দুচোখ হারায়।