সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

21

ছাতক থেকে সংবাদদাতা :
সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রবিবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের আলাপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আত্মীয় বাড়িতে স্ব-পরিবারে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী রাবেয়া বেগম (৪৫) ও তার স্বামী সিএনজি অটোরিক্সা চালক চেরাগ আলী (৫৫) এর মৃত্যু ঘটে। তারা উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের হায়াতপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, নিজের অনটেষ্ট সিএনজি অটো-রিক্সা নিজে চালিয়ে বাড়ি থেকে স্ত্রী ও কন্যা তানিয়া বেগমকে নিয়ে পার্শ্ববর্তী মৈশাপুর গ্রামের এক আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে আলাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দেয়। মাইক্রেবাসের ধাক্কায় সিএনজিটি রাস্তার পাশে উল্টে গিয়ে চালকসহ তার স্ত্রী-কন্যা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী রাবেয়া বেগম এবং সোমবার ভোরে মারা যান স্বামী চেরাগ আলী। এ ঘটনায় জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত সিএনজি অটো-রিক্সাটি জব্দ করেন। কিন্তু মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।