কাজিরবাজার ডেস্ক :
২০১৮ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সরকারি ছুটি ২২ দিন। এরমধ্যে ১৪ দিন সাধারণ ছুটি। আর নির্বাহী আদেশে সরকারি ছুটি আট দিন।
আগামী বছর সাধারণ ছুটির মধ্যে শুক্র ও শনিবার পড়েছে চার দিন। আর নির্বাহী আদেশের ছুটির মধ্যে শুক্র ও শনিবার পড়েছে তিন দিন।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এসব তথ্য জানান।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব।
আজকের মন্ত্রিপরিষদ বৈঠকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় এবং ক্ষমতাধর নারীর তালিকায় ৩০ নম্বরে উঠে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
এছাড়া বৈঠকে ওয়েজ আর্নার্স বোর্ড আইন- ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।