৮শ’ পরিবারের মাঝে মেট্রোপলিটন চেম্বারের খাদ্য সামগ্রী বিতরণ

8

“মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে ২য় দিনের মতো কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে চেম্বারের নিজস্ব তহবিল ও এসএমসিসিআইর সভাপতি, ১ম সহ-সভাপতি, সাবেক ও বর্তমান পরিচালকদের অনুদানে পর্যায়ক্রমে ধোপাদীঘির উত্তরপার, পীরমহল্লা, শেখঘাট কাজিরবাজার, আম্বারখানা বড়বাজার, মজুমদারি, ইলাসকান্দি, লাক্কাতুরা সহ বিভিন্ন জায়গায় প্রায় ৮’শ অসহায় কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, এসএমসিসিআই এর সভাপতি আফজাল রশীদ চৌধুরী, ১ম সহ-সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, পরিচালক অজয় কুমার ধর, সদস্য মোহাম্মদ আব্দুল কাদির, সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন সহ স্থানিয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। আগামীকাল ও এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি