করোনা থেকে রক্ষায় শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক দোয়া মাহফিল

7

হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দরগাহ মাজার মসজিদে সাপ্তাহিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাসের মহামারি থেকে জাতিকে রক্ষার লক্ষ্যে আল্লাহর করুণা কামনা করে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিরা পৃথিবীতে আবির্ভাব হওয়া এই মহামারি থেকে মানুষকে রক্ষা করতে মহান আল্লাহর কাছে দু’হাত তোলে ফরিয়াদ জানিয়েছেন।
দুআয় করোনাভাইরাস, ডেঙ্গু, ভূমিকম্প, ঘূর্ণিঝড়সহ সবধরণের বালা-মুসিবত থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর রক্ষায় বিশেষ দুআ করা হয়। করোনাভাইরাস মহামারি থেকে দেশ ও জাতির সুরক্ষা, নিরাপদ ও সতর্ক থাকার বিষয়ে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরা হয়। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়, হালাল রিজিকের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দেয়া হয়। গণজমায়েত এড়িয়ে নিরাপদ দূরত্বে থাকার আহ্ববান জানানো হয়। ইসলামের আলোকে করোনাভাইরাস বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে বলা হয় একে অপরকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন ও সতর্ক করা মুসল্লিদের নৈতিক দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন দরগাহ মাজারের মোতাওয়াল্লি ও হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের সভাপতি ফতেউল্লাহ আল আমান, সাধারণ সম্পাদক শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, সামুন মাহমুদ খান, নুরুল আলম চৌধুরী, শেখ ফরিদ উদ্দিন, হারুন চিশতি, ওয়ারিছ মিয়া, শাহনূর, এনাম আহমদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ ধনপুরি। বিজ্ঞপ্তি