শাহ আরেফিন (র:) ওরস ও পণাতীর্থ গঙ্গাস্নান বারুণী মেলা বন্ধ

7

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় এ বছর (২১-২৩ মার্চ, ২০২০) শাহ আরেফিন (র:) বাৎসরিক ওরস ও পণাতীর্থ গঙ্গাস্নান বারুণী মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শাহ আরেফিন (র:) বাৎসরিক ওরস ও পণাতীর্থ গঙ্গাস্নান বারুণী মেলা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো: মাকসুদুল আলম, পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সফর উদ্দিন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, বিটিভি এর জেলা প্রতিনিধি এডভোকেট আইনুল ইসলাম বাবলু, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু, ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বনিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ এর সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, পণতীর্থ পরিচালনা কমিটির সহ-সভাপতি জনাব স্মৃতি রত্ন দাস, অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায়, শাহ আরেফিন আস্তানা, লাউড়েরগড় এর সহ-সভাপতি মো: জালাল উদ্দিন; বাদাঘাট ইউপি এর সাবেক চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন প্রমুখ।