বিশ্ব যক্ষ্মা দিবস এর অনুষ্ঠানে সিভিল সার্জন ॥ সচেতনতাই যক্ষ্মামুক্ত পৃথিবী উপহার দিতে পারে

106

বর্ণাঢ্য আয়োজনে সারা বাংলাদেশের সিলেটেও বিশ^ যক্ষ্মা দিবস ২০১৮ পালন করা হয়েছে। ‘ নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’ বিশ^ যক্ষ্মা দিবস ২০১৮-এর এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সিভিল সার্জন কার্যালয় সিলেট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে সিলেটে বিশ^ যক্ষ্মা দিবস ২০১৮ পালন করা হয়েছে। বিশ^ যক্ষ্মা পালন উপলক্ষে শনিবার সকালে একটি র‌্যালি সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়ের নেতৃত্বে সিলেট সিভিল সার্জন কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে আলোচনা সভায় এসে মিলিত হয়। আলোচনা সভায় সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় বলেন, যক্ষ্মা বাংলাদেশের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা। এই রোগকে নির্মূল করে যক্ষ্মামুক্ত পৃথিবী গঠনের জন্য নতুন ও কার্যকরী প্রতিষেধক, রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি অনুসরণ করার বিকল্প নেই। স্বাস্থ্যসেবা প্রদানকারীর পাশাপাশি সুশিল সমাজ, বেসরকারি সংস্থা এবং কর্পোরেট সেক্টর সমূহকে যক্ষ্মা প্রতিরোধে সম্পৃক্ত করতে পারলে যক্ষ্মামুক্ত একটি সুস্থ সবল জাতি গঠন করা সম্ভব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ জাফরুল আলম প্রধান, জেলা ব্যবস্থাপক মোহাম্মদ বোরহান উদ্দিন, হীড বাংলাদেশের মেডিকেল অফিসার ডা. জয়িতা সাহা, জেলা সুপারভাইজার শাহিন আক্তার, সীমান্তিকের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মো. কামাল হোসেন, নাটাব-এর সাধারণ সম্পাদক অমরেন্দ্র দেব রায় (প্রদীপ)। র‌্যালিতে ব্র্যাক, হীড বাংলাদেশ, সীমান্তিক, আশার আলো, এসএসকেএস, বন্ধু সোসাইটি এবং নাটাবসহ বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবামূলক সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি