ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে সিলেট জেলা শাখা গত শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর জিন্দাবাজার পুরানলেনের ৫৩নং সমবায় ভবনে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি লেখক-সাংবাদিক রুহুল ইসলাম মিঠু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, এই দিন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণেই ছিল জাতির সার্বিক মুক্তির চূড়ান্ত দিক নির্দেশনা। সে জন্য এ দিবসকে ভাষণদান দিবস বলা হয়। ভাষণ শুনেই সমগ্র জাতি এদেশকে শত্র“মুক্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণ এদেশের সীমানা পেরিয়ে আজ বিশ^ সম্পদে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শোষণ-বঞ্চনামুক্ত একটি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সভ্য জাতি গঠন করা।
ফেরামের সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফোরামের সিনিয়র সদস্য বিশিষ্ট কলামিষ্ট ও আইনজীবী মোহাম্মদ জুয়েল, ফোরামের উপদেষ্টা, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, হৃদয়ে ’৭১ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ ইব্রাহিম আহমদ জেসি, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এস.এম জহুরুল ইসলাম, সহ সভাপতি সাংবাদিক এম ইজাজুল হক এজাজ, প্রচার সম্পাদক রেজওয়ান আহমদ, ডা. এম.কে. খান, সিনিয়র সদস্য কবি কামাল আহমদ, কলামিস্ট মোঃ তাজ উদ্দিন, সংবাদকর্মী বিষু চন্দ্রনাথ, ডাঃ মোঃ আব্দুল আউয়াল, সংবাদকর্মী হামিদ হোসেন আকাশ, হৃদয়ে ’৭১ সিলেট জেলা শাখার আইন সম্পাদক ছাব্বির আহমদ তালুকদার, শাহিদুর রহমান সাহেদ, জাকারিয়া আহমদ, আবুল হাসনাত ও সেলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি