সেরাদের সেরা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

89
সিলেট শিক্ষাবোর্ডের সেরা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পিইসি জিপিএ-৫ প্রাপ্তদের সাথে অধ্যক্ষ লে. কর্ণেল সাখাওয়াত হোসেন সহ শিক্ষকরা।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি ও পিইসি পরীক্ষার ফলাফলে সেরাদের সেরা হয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। উভয় পরীক্ষায় শতভাগ সাফল্যের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থীরা। সোমবার ফলাফল ঘোষণাকালে ক্যাম্পাসে উচ্ছ্বাস করে শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরাও আনন্দ প্রকাশ করেন।
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে জেএসসিতে ২৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৭ জন এ প্লাস, ১৪৯ জন এ, ২ জন এ মাইনাস ও ১ জন বি পেয়েছে। একই প্রতিষ্ঠানে পিইসি পরীক্ষায় ২৯২ জনের মধ্যে এ প্লাস পেয়েছে ২৪৩ জন ও এ পেয়েছে ৪৯ জন। পাসের হার শতভাগ। সোমবার দুপুরে ফলাফল ঘোষণা করেন অধ্যক্ষ লে. কর্ণেল মো. শাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল হান্নান, প্রভাষক বিপ্লব কুমার সরকার, স্কুল কো-অর্ডিনেটর ফারুক আহমদ, সিনিয়র শিক্ষক মীর মাহমুদুর রহমান, প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর আরীফুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রমুখ।
ফলাললের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ লে. কর্ণেল মো. শাখাওয়াত হোসেন জানান, অতীতের ন্যায় এবারও ভালো ফলাফল হয়েছে। শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকতায় এমন ফলাফল হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, আমরা চাই মেধার বিকাশ। মেধাবি করে তুলতে পারলে শিক্ষার্থীরা এমনিতেই ভালো ফলাফল করবে।
গত বছর একই প্রতিষ্ঠান থেকে জেএসসিতে ২৩৬ জন অংশ নিয়ে জিপিএ-৫ পায় ২১৩ জন ও পিইসিতে ২২৮ জন অংশ নিয়ে ১৭১ জন জিপিএ-৫ পায়। বিজ্ঞপ্তি