সিলেট অঞ্চলে গো-খাদ্যের তীব্র সংকট বিরাজ করছে, ফলে গৃহপালিত গরু, ছাগল পালন করতে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিলেটে দ্বিতীয় বারের বন্যায় মাঠ-ঘাট, রাস্তা সমূহ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় গরু চারণ ভূমির চরম সংকট দেখা দিয়েছে। এ সংকট থেকে উত্তরণে পদক্ষেপ নেয়া জরুরী।
সিলেট অঞ্চলে অকাল বন্যা সহ অব্যাহত বৃষ্টি বাদলের ফলে মাঠ-ঘাটসহ সর্বত্র পানির নিচে থাকায় গবাদি পশু পালনে কৃষকরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়াও বর্ষাকালীন সময়ে গবাদি পশুর নানাবিদ রোগ-ব্যাধি দেখা দেয়। এ বর্ষাকালীন সময়ে উপজেলা ভিত্তিক পশু চিকিৎসালয়ে লোকবল কম থাকায় পশু-পালনকারীরা বেসরকারী ভাবে পশুর চিকিৎসা করাতে গিয়ে আর্থিক ভাবে ক্ষয়-ক্ষতির শিকার হতে হয়। যা এ বন্যাকালীন সময়ে পশু পালনকারীদের উপর বাড়তি খরচের বোঝা টানতে হয়। বর্ষাকালীন সময়ে সাধারণ মানুষের চিকিৎসার জন্য চিকিৎসক টিমের মত গবাদি পশুর জন্যে পশু চিকিৎসা ব্যবস্থা জোরদার করার বিকল্প নেই।
সিলেট অঞ্চল সহ বন্যা দুর্গত এলাকায় গবাদি পশুর খাবার সরবরাহ করতে পারলে বর্তমানে গো-খাদ্যের যে সংকট দেখা দিয়েছে তাকে কিছুটা হলেও এই সংকট দূর হবে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি দেয়া খুবই জরুরী বলে সচেতন মহল মনে করেন।