শাবির সাথে পূবালী ব্যাংক’র সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

12

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে পূবালী ব্যাংক লিমিটেড’র সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে পূবালী ব্যাংক লিমিটেড ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের আর্থিক লেনদেনের সুবিধার্থে একটি এটিএম বুথ স্থাপন করবে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটায় উপাচার্যের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম ও পূবালী ব্যাংক’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন পাঠানটুলা শাখা ম্যানেজার রাজদ্বীপ রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।
চুক্তি স্বাক্ষরের সময় পূবালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, মহাব্যবস্থাপক এরশাদুল হক উপমহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী, সুকান্ত চন্দ্র বণিক, মো মশিউর রহমান খান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাজদ্বীপ রায়, সিনিয়র অফিসার রাজু আহমেদ, অফিসার রানেশ কান্ত দাস ও ট্রেইনি এসিস্ট্যান্ট জুনিয়র অফিসার নকুল সূত্রধর।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পূবালী ব্যাংক অনেক ভাল কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। শিক্ষা-গবেষণায় ব্যাংকটি সবসময় ভূমিকা রাখতে চেষ্টা করছে। এটিএম বুথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আর্থিক লেনদেনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।