আত্মগরিমা

13

মিনহাজ উদ্দীন শরীফ

গায়ের জোরে ভব পুরে
পাবে না তো মান;
অন্তরে বিষ রেখে যদি
হস্তেও করো দান।

খ্যাতির পাত্র হতে চাইলে
উদার মনের হও;
গরীব-দুঃখীর ভাত কাপড়ের
দায়-দায়িত্ব লও!

নামে কিংবা ধনসম্পদে
দামী হয় না কেউ;
যেমন করে শুকনা বিলে
উঠেনা কভু ঢেউ।

শ্রদ্ধা-ভক্তি দিয়ে আগে
মন করতে হয় জয়;
জড়তা গ্লানি তবেই হবে
ঘামের সাথে ক্ষয়।

মানব সেবায় বাড়ে মনে
আত্মগরিমা;
শিক্ষা-দীক্ষায় উদিত হয়
বিবেক মহিমা।