কানাইঘাটে গাছবাড়ী প্রশাসনিক থানার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন

9

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটের গাছবাড়ী অঞ্চলের ৩টি ইউনিয়ন বাণিগ্রাম, ঝিংগাবাড়ী ও রাজাগঞ্জ ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক জনগণের দীর্ঘদিনের দাবী গাছবাড়ী থানা বাস্তবায়ন। এ দাবিতে গতকাল রবিবার সকাল ১১টায় গাছবাড়ী ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গাছবাড়ী আইডিয়্যাল কলেজের সামনে দুই ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী-শিক্ষক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিনের সভাপতিত্বে ও গাছবাড়ী ছাত্র সমাজের সদস্য রেজাউল করিম মছরুর এবং সাইদুর রহমান নাবিলের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গাছবাড়ী ছাত্র সমাজের অন্যতম সদস্য তৌহিদুল আম্বিয়া। বক্তব্য রাখেন গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার প্রভাষক আতিক আহমদ শামীম, গাছবাড়ী নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দিন, গাছবাড়ী পাবলিক স্কুলের প্রধান শিক্ষক লোকমান উদ্দিন, সাংবাদিক তাওহীদুল ইসলাম, জমিয়ত নেতা আব্দুর রাজ্জাক, গাছবাড়ী সামিট মাদরাসার ভাইস প্রিন্সিপাল মিজান আহমদ, ব্যবসায়ী মহি উদ্দিন শিকদার, শিক্ষক ইমরান আহমদ, গাছবাড়ী ছাত্র সমাজ নেতৃবৃন্দের মধ্যে আহমদ সুলাইমান, আবু হুরায়রা, তৌহিদুল আম্বিয়া, জয়নাল আবেদীন, জুবের আহমদ, হাফিজ আমিন উদ্দিন, জুনেদ আহমদ বুলবুল, হাফিজ আব্দুশ শহীদ, শাকিল আহমদ, সেলিম আহমদ, রায়হান আহমদ, সুফিয়ান আহমদ প্রমুখ।