স্টাফ রিপোর্টার :
সিলেটে আজ বৃহস্পতিবার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল বুধবার রাতে সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেটের বেশ কয়েকটি জায়গায় বজ্রসহ আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গতকাল সারাদিন আংশিক মেঘলা আকাশ ছিল এবং সিলেটের দুই-এক জায়গায় হালকা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে।
অন্যদিকে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রাটি অঞ্চলটির চেয়ে কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। বুধবার সকাল ৯টা ও সন্ধ্যা ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল যথাক্রমে ৬১ ও ৬৯ শতাংশ।
এছাড়া আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, গতকাল বুধবার সিলেট শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।